
প্রতিনিধি, শরণখোলা ( বাগেরহাট)
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শরণখোলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ জুন সকালে শরণখোলা প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন। সমাবেশে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক শামিম শিকদার বক্তৃতা করেন।
তারা সাংবাদিক নাদিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।