খুলনা, ৪ মে: সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে গঠিত ছাত্রদলের নতুন আংশিক কমিটি কলেজ ক্যাম্পাসে সৌজন্য সাক্ষাৎ ও ব্যতিক্রমধর্মী কর্মসূচির মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে। নবগঠিত কমিটির সভাপতি মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক রাকিব হাসানের নেতৃত্বে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
গত ৩০ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিটি কলেজ ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটি অনুমোদনের পর আজ তারা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মনিরুল ইসলাম সরদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এবং একটি সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে তারা সাধারণ শিক্ষার্থীদের মাঝে কলম ও ফুল বিতরণ করেন। এই কর্মসূচির মাধ্যমে তারা ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহিত করার বার্তা পৌঁছে দিতে চান।

এ সময় উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ (সভাপতি), রাকিব হাসান (সাধারণ সম্পাদক), সিনিয়র সহ-সভাপতি সানজিদা রহমান অরিন, সহ-সভাপতি শাহজালাল আকাশ ও রিপন মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম তাজিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওবাইদা এবং শেখ রাফি উদ্দিন ইনাদ।

নবনির্বাচিত সভাপতি মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা শুধু রাজনীতি করতে আসিনি, বরং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ শিক্ষার্থীদের যেকোনো ভালো কাজে পাশে থাকা আমাদের প্রধান লক্ষ্য’।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরাও নতুন কমিটির এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।