কান চলচ্চিত্র উৎসব মানেই বিশ্ব তারকাদের ভরপুর উপস্থিতি। রেড কার্পেটে হাসি আর উড়ন্ত চুমু ছুড়ে দেওয়ার নান্দনিক দৃশ্য। ২৫ এর কান উৎসবে এসেও তার ব্যত্যয় ঘটছে না। এবারের উৎসবে উৎসবে অংশগ্রহণ করতে এসে মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং এক গভীর এবং প্রাসঙ্গিক মন্তব্য করেছেন তাঁর নতুন ছবি The Apprentice-এ নিজের চরিত্র রয় কোহন নিয়ে। ছবিটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের উত্থান নিয়ে নির্মিত, যেখানে কোহন ছিলেন তাঁর একজন গুরুত্বপূর্ণ মেন্টর।
স্ট্রং বলেন, “আমি মনে করি, রয় কোহন ছিলেন ফেক নিউজ এবং বিকৃত সত্যের পথের লোক। আজ যাকে আমরা ‘অল্টারনেটিভ ট্রুথ’ বলি—তাঁর একজন প্রবর্তক। আজকের সময়ে, যখন সত্য প্রতিনিয়ত হুমকির মুখে, তখন সিনেমা আমাদের চিন্তাশক্তিকে জাগিয়ে তোলে এবং সত্য-মিথ্যার ভেদ করতে শেখায়।”
তিনি আরও বলেন, এই বছর কান চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসেবে কাজ করাটা যেন তাঁর পক্ষে একধরনের ভারসাম্য রক্ষা করার প্রচেষ্টা—একদিকে রয় কোহনের মতো চরিত্রের প্রতিনিধিত্ব, অন্যদিকে সৃজনশীল বিচারক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো।
জেরেমি স্ট্রংয়ের এই বক্তব্য শুধু তাঁর অভিনয় দক্ষতাই নয়, বরং তাঁর সামাজিক ও নৈতিক সচেতনতার দিকটিও তুলে ধরে। The Apprentice ইতিমধ্যেই নানা মহলে আলোড়ন তুলেছে, এবং তাঁর চরিত্রায়নকে ঘিরে উৎসবের অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।
এই বক্তব্যের মাধ্যমে স্ট্রং মনে করিয়ে দিলেন—সিনেমা শুধু বিনোদন নয়, বরং সত্য অনুসন্ধানের একটি শক্তিশালী মাধ্যম।

