
আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর বিশ্বরোডস্থ মোহাম্মদ নগর মোড়ে সী-পার্ল হসপিটালিটি গ্রুপের খুলনা রিজিওনাল অফিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঈন জমাদ্দার, সভাপতি, টোয়াস; প্রতিষ্ঠানের পক্ষে তানভীরুল ইসলাম, ডিজিএম, সী-পার্ল হসপিটালিটি গ্রুপ ; মোঃ জাহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার, সী-পার্ল হসপিটালিটি গ্রুপ এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ,খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণের লক্ষ্যে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সিপার্ল গ্রুপ খুব শিঘ্রই বটিয়াঘাটা খুলনায় পাঁচ তারকা মানের রিসোর্ট নির্মাণ শুরু করবেন। দুটো চলমান ক্রুজ আকর্ষনীয় অফার চলছে খুলনা-সুন্দরবন রুটে। সী-পার্ল হসপিটালিটি গ্রুপের খুলনা রিজিওনাল অফিসের মাধ্যমে এখন থেকে খুলনাবাসী পর্যটন বিষয়ক সমস্ত প্রকার সেবা পাবেন বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়।

