সুন্দরবনে ঘুরতে এসে মোংলার ঢাংমারী ও পশুর নদীর ত্রিমোহনায় পর্যটকবাহী একটি জালি বোট উল্টে রিয়ানা আবজাল (২৮) নামে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ রিয়ানা আবজাল বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তার সন্ধানে বন বিভাগ ও স্থানীয়রা তল্লাশি অভিযান চালাচ্ছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, ঢাংমারী এলাকার রিসোর্ট ম্যানগ্রোভ ভেলি-তে রাতযাপন শেষে শনিবার সকালে ১৩ জন পর্যটক একটি ছোট বোটে করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। দুপুরে ফেরার পথে ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগস্থলে পৌঁছালে প্রবল ঢেউয়ে বোটটি উল্টে যায়।
তিনি আরও জানান, বোটে থাকা সবাই নদীতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় ১২ জনকে উদ্ধার করা হলেও রিয়ানা আবজাল নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ রিয়ানার বাবা বিমান বাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, “একটি বড় জাহাজ পাশ দিয়ে যাওয়ায় জোর ঢেউয়ের তোড়ে আমাদের ছোট বোটটি উল্টে যায়। সবাই কোনোমতে তীরে উঠতে পারলেও রিয়ানাকে পাওয়া যায়নি।”
তিনি জানান, রিয়ানা তার শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন। তাদের স্থায়ী ঠিকানা বরিশাল হলেও বর্তমানে ঢাকার উত্তরা ১১ নম্বর সেক্টরে বসবাস করছেন।
দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও নিখোঁজ রিয়ানা আবজালের সন্ধান মেলেনি বলে জানিয়েছে বন বিভাগ।


