
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার চর শুটকিপল্লী সংলগ্ন নাড়িকেলবাড়িয়ার চর থেকে তাদের আটক করা হয়। এসময় জেলেদের কাছ থেকে সাড়ে চার কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের এবং আদালতে সোপর্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মো. সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন— খুলনার পাইকগাছা উপজেলার প্রতাপকাঠি গ্রামের আহসান আলী খানের ছেলে সাফায়েত খান, হরিঢালি গ্রামের জরিব গাজীর ছেলে হোসেন আলী গাজী, কড়ইখালী গ্রামের আ. গফুর গাজীর ছেলে রনোকুল গাজী এবং নোয়াকাঠি গ্রামের সোহরাব গোলদারের ছেলে খলিলুর রহমান।
সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মো. সামসুল আরেফিন বলেন, আটক জেলেরা বৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেছিল। তারা শুটকি আহরণে নিয়োজিত ছিলেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই অসাধু জেলেদের আটক করা হয়। আজ সকালে আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের এবং আদালতে সোপর্দ করা হবে।