
নেত্রকোনার কলমাকান্দায় সীমান্ত দিয়ে আনা চোরাই সুপারি ভাগাভাগি নিয়ে উপজাতি ও বাঙালিদের সংঘর্ষে হেলাল উদ্দিন নামে এক বাঙালি নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেফতার উপজাতি আরজিত বানাই ও প্রদীপ হাজংকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে নিহতের বাবা মো. ফালু মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন।
এর আগে সকালে নিহত হেলালের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। মামলায় উপজাতি থিরাক নকরেক (২৫), জাকরেস (৬০), আনন্দ ঘাগ্রা (২৮) ও তাপস ঘাগ্রা (৪০) এ চারজনের নাম উল্লেখসহ আরও ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার লেংগুরা ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় সুপারি ভাগাভাগি নিয়ে উপজাতি ও বাঙালি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাঙালি শ্রমিক হেলাল উদ্দিনকে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ সময় আরও ৩/৪ বাঙালি আহত হয়। এ ঘটনায় তাৎক্ষণিক উপজাতি আরজিত বানাই ও প্রদীপ হাজংকে আটক করে পুলিশ। পরে শুক্রবার তাদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।