বিশ্বকাপে বাছাইয়ে আজ নিজেদের ষষ্ঠ জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আগের পাঁচ ম্যাচে টানা জয় পাওয়া বাংলাদেশের মেয়েরা আজ রেকর্ড ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। নেপালের কীর্তিপুরে স্কটিশদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। টি-টুয়েন্টিতে রানের হিসাবে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।
গ্রুপ পর্বে চার জয় ও সুপার সিক্সে দুই জয় মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে এ নিয়ে টানা ছয় ম্যাচ জিতলেন বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা আগেই নিশ্চিত করেছে নারী দল। টস জিতে ব্যাটিংয়ের নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস উদ্বোধনী জুটিতেই তোলেন ৬৭ রান।
এরপর দ্রুত কয়েক উইকেট হারালেও চতুর্থ উইকেটে ১০০ রানের এক বিধ্বংসী জুটি গড়েন জ্যোতি ও সোবহানা মোস্তারি। নিগার মাত্র ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন অপরাজিত ৫৬ রান। যোগ্য সঙ্গ দেওয়া সোবহানা মাত্র ২৩ বলে ৪৭ রানের এক ঝলমলে ইনিংস। এ দুজনের ব্যাটিং তোপে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের তোলে ১৯১ রান যা সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নামা স্কটিশ বাংলাদেশ বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। মারুফা আক্তারের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি, শেষ পর্যন্ত থামে ১০১ রানে। মারুফা নেন ৩টি উইকেট, আর ২ উইকেট নেন স্বর্ণা আক্তার।

