
রাজধানীর কলাবাগান এলাকায় স্ত্রীকে হত্যার পর হাত-পা বেঁধে রক্তাক্ত মরদেহ ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তালেবুর রহমান জানান, কলাবাগানে স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামীকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ। তবে কখন ও কোথা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি।
বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে রমনা বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম গণমাধ্যমকে বিস্তারিত তুলে ধরবেন।
মাসুদুর রহমান জানান, কলাবাগান এলাকা থেকে গত সোমবার রাতে এক গৃহবধূর মরদেহ একটি ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের সময় নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল।
ঘটনার পর থেকেই স্বামী বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে কলাবাগান থানার পুলিশ হত্যাকারী স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।