আলোচিত-সমালোচিত তারকা সানি লিওনকে বেশ কিছু বলিউড সিনেমায় দেখেছেন দর্শকরা। সেসব সিনেমায় অভিনয় করে হয়তো তৃপ্তি আসেনি তার। এ জন্য কিছুটা আক্ষেপও ছিল হয়তো। আর এ কারণেই হয়তো স্বপ্ন অপূর্ণ ছিল এই অভিনেত্রীর।
এতদিন স্বপ্ন অপূর্ণ থাকলেও এবার যেন সত্যি হতে যাচ্ছে তা। এ কারণে অনেক উচ্ছ্বসিত ভারতীয় এই অভিনেত্রী।
শুক্রবার (২৯ জুলাই) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর নিজেই জানিয়েছেন সানি লিওন। এদিন নির্মাতা অনুরাগ কাশ্যপের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনের মাধ্যমে স্বপ্ন পূরণের কথা জানান এই তারকা।
ছবিতে দেখা যায় সানি লিওনের কোলে বসে আছেন নির্মাতা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হাসি দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার স্বপ্ন সত্যি হয়েছে। কখনো ভাবিনি অনুরাগের মতো এত বড় মাপের নির্মাতা কাজের জন্য সুযোগ দেবেন আমাকে। আর আমার পেশা-সফর সব সময়ই মজাদার। তবে তা সহজ নয়।’
এই তারকা আরও লিখেছেন, ‘এত বছর ভারতে বলিউডে থাকার পর শেষ পর্যন্ত অনুরাগের ফোন পেলাম। জিজ্ঞাস করল, তার সিনেমায় অডিশন দেব কিনা। জীবনে এমন কিছু মুহূর্ত হঠাৎ করেই আসে। অনুরাগ আমার জন্য যা করল তা কখনো ভুলব না আমি।’
প্রসঙ্গত, ২০১২ সালে বলিউডে অভিষেক হয়েছিল সানি লিওনের। ‘জিসম’ সিনেমার মাধ্যমে অভিষেক হলেও পরবর্তীতে একাধিক সিনেমায় অভিনয় ও সিনেমার আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে তাকে।
পিএসএন/এমআই



