নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ নজরকাড়া অভিনয়ের পর এবার আরও বড় স্বপ্ন দেখছেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তাঁর ইচ্ছা, একদিন প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের বায়োপিকে অভিনয় করবেন।
সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা অকপটে বলেন, “অনেকেই আমাকে স্মিতা পাতিলের সঙ্গে তুলনা করেন। শুরুতে অবাক লাগলেও এখন আমি অভ্যস্ত। তবে এটা শুনে গর্ব হয়, কারণ আমি নিজেও তাঁর খুব বড় ভক্ত।”
চিত্রাঙ্গদা জানান, অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই তিনি স্মিতার অভিনয় ও ব্যক্তিত্বে মুগ্ধ। “যদি কখনও তাঁর জীবনের গল্প নিয়ে সিনেমা হয়, আমি সেটার অংশ হতে চাই। তাই এখন শুধু অপেক্ষা, কখন নির্মাতারা এমন কোনো ঘোষণা দেবেন,”— বলেন তিনি।
স্মিতা পাতিল ছিলেন ৭০ ও ৮০ দশকের বলিউডের এক বিদ্রোহী কণ্ঠস্বর। অফবিট সিনেমার সাহসী নায়িকা, যিনি নিজের শর্তে বাঁচতে চেয়েছিলেন। ব্যক্তিজীবনে রাজ বব্বরের সঙ্গে প্রেম ও তার ঘিরে বিতর্ক, সমাজের বিদ্রুপ, এবং মাতৃত্বের পরই আকস্মিক মৃত্যু— সব মিলে স্মিতার জীবন যেন এক অসমাপ্ত উপন্যাস।
চিত্রাঙ্গদার মতে, “স্মিতা পাতিল শুধু অভিনেত্রী নন, তিনি একজন অধ্যায়। তাঁর জীবন বড় পর্দায় উঠে আসা মানেই একটা ইতিহাসকে ছুঁয়ে দেখা।”