
এক দশকের বেশি সয়ম পর একসঙ্গে কাজ করছেন শাকিব খান ও জয়া আহসান। আসন্ন ঈদের তাণ্ডব সিনেমা জুটি বেধেছেন দুজন। এবার সিনেমার কাজে জন্য হঠাৎ কলকাতায় উড়াল দিলেন এই তারকা জুটি।
জানা গেছে, তাণ্ডব’ সিনেমার ডাবিং চলছে কলকাতায়। সেই ডাবিংয়ে অংশ নিতেই ওপার বাংলায় পা রেখেছেন শাকিব-জয়া।
জয়া আহসান গণমাধ্যমকে জানান, পরিচালক রায়হান রাফী, চিত্রনায়ক শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিলও সঙ্গে রয়েছেন। সারাদিন ডাবিং করছেন অরাল স্টুডিওতে। তাদের সঙ্গে যোগ দেন এসভিএফের দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, শুভশ্রী গঙ্গোপাধ্যায়সহ আরও অনেকে।
মহেন্দ্র সোনির শেয়ার করা একটি ছবিতেও তাদের এক সঙ্গে দেখা গেছে।
একটি সূত্র সমকালকে জানিয়েছে, টানা দুদিন ‘তাণ্ডব’ সিনেমার ডাবিং শেষে কলকাতা থেকে আজ সন্ধ্যায় দেশে ফিরবেন তারা। দেশে ফিরে সিনেমারটির আইটেম গানে অংশ নেবেন শাকিব খান।
অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘তাণ্ডব’। ইতোমধ্যেই সিনেমার দেড় মিনিটের টিজর ঝড় তুলেছে দুই বাংলায়। দেড় মিনিটের এই টিজারের অ্যাকশন ও রহস্যে ভরপুর করে তুলেছেন নির্মাতা রায়হান রাফী।
শাকিব খান ও জয়া আহসান ছাড়াও ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন আফজাল হোসেন, সাবিলা নূর, সিয়াম আহমেদ, এজাজুল ইসলাম, এফ এস নাঈম, রোজী সিদ্দিকীসহ আরও অনেকে।