ফেসবুক-ইনস্টাগ্রামে রাশিয়ার বিরুদ্ধে হিংসাত্মক এবং উসকানিমূলক পোস্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফেসবুক-ইনস্টাগ্রাম।
মেটা জানিয়েছে, এখন থেকে ‘রাশিয়া নিপাত যাও’ বা ‘রুশ আক্রমণকারীদের মৃত্যু হোক’ এমন উক্তি করা যাবে এ মাধ্যম দুটিতে।
এদিকে, যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি প্রতিষ্ঠানটির এমন উগ্রবাদী আচরণের প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে ইতোমধ্যেই এই জাতীয় কাজ বন্ধ করার কথা বলা হয়েছে।
তারা টুইট করে জানিয়েছেন, মেটার চরমপন্থী এই কার্যক্রম বন্ধ করা হোক। পাশাপাশি যারা এই জাতীয় কাজ করছে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক বলে জানিয়েছে রাশিয়া।
যদিও মেটা জানিয়েছেন, সাধারণ মানুষের ভাবাবেগকে মাথায় রেখেই বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পিএসএন/এমঅাই


