১১ দলীয় জোটের প্রার্থীরা দেশ ও জাতির মুক্তির প্রতীক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।
তিনি বলেছেন, ‘আপনারা জানেন, ইতোমধ্যে ৩০০ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষিত হয়েছে। আপনারা তাদের এই জাতির, এই দেশের মুক্তির প্রতীক হিসেবে দেখবেন। কার কী মার্কা সেটা দেখার সময় নেই, আমরা শুধু দেখব এ দেশের জনগণ হিসেবে এ দেশের মুক্তি কোন প্রার্থী, কোন জোট এনে দিতে পারবে; আমরা সবাই চোখ বন্ধ করে তাদের ভোট দেব। ভোটের মাধ্যমে আমাদের এই প্রজন্মের এবং পরবর্তী প্রজন্মের স্বাধীনতা এবং মুক্তি নিহিত থাকবে।’
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে এনসিপির নির্বাচনী পদযাত্রা উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বোয়ালখালীতে জোবাইরুল হাসান আরিফকে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এনসিপি এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে আহ্বান থাকবে, আপনারা আরিফ ভাইকে জয়যুক্ত করবেন, তার মাধ্যমে বাংলাদেশকে এবং বোয়ালখালী আসনকে জয়যুক্ত করবেন। বোয়ালখালী আসনে শুধু একটা মার্কায় সিল পড়বে, বাংলাদেশের জনগণের মুক্তির জন্য শুধু একটা মার্কায় সিল পড়বে। আপনাদের একটা ভোটের মাধ্যমে এবার বাংলাদেশ দীর্ঘকালিন স্বাধীনতা ও মুক্তির দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ সুশাসনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ সংস্কারের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ দীর্ঘদিন পর আবারও সার্বভৌমত্বের পথে এগিয়ে যাবে।’
আসিফ মাহমুদ বলেন, ‘একটি রাজনৈতিক দল বিগত ১৭ বছর ধরে সংস্কারের কথা বলে আসছে। কিন্তু যখন সংস্কারের সময় এসেছে, তখন তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমরা শুধু আমাদের প্রার্থীদের জন্য ভোট চাচ্ছি না। আপনারা যদি ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করেন, আমরা হয়তো ৫ বছর আপনাদের দায়িত্ব নিয়ে সার্ভিস দিতে পারব। তবে আপনারা যদি গণভোটকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জয়যুক্ত করেন, শুধু আপনি কিংবা আমি না, আমাদের সন্তানরা, আমাদের সন্তানদের পরবর্তী প্রজন্মও এর সুফল ভোগ করবে। সুতরাং আমরা ১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যা-এর পক্ষে ভোট দেব।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখছি, পরাজিত ফ্যাসিবাদি শক্তি এবং যারা নতুন করে ফ্যাসিবাদি শক্তি হয়ে উঠতে চায়, গণভোটে ‘না’ ভোটকে জয়যুক্ত করার জন্য তাদের মধ্যে একধরনের ঐক্য গঠিত হয়েছে। আমরা পাঁচ আগস্ট যেভাবে ফ্যাসিবাদি শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি, ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের এই ঐক্যকে আবার নস্যাৎ করে দেব। গণভোটের ব্যালটে আমরা সবাই হ্যাঁ ভোট দেব।’
এ সময় আসিফ মাহমুদের সঙ্গে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন এবং চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. জোবাইরুল হাসান আরিফ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইশমামুল হকের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী পদযাত্রা শুরু করে এনসিপি।


