
দীর্ঘ ২ বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব সবশেষ হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন ২০২২ সালের অক্টোবরের ১৩ তারিখে হেগলি ওভালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। এ ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছে সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার ৫০০ রান পূর্ণ করেন।তার নিকটতম স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই মুহূর্তে তার নামের পাশে ২ হাজার ৩৬০ রান। ১২৫ ম্যাচের ১২৩ ইনিংসে সাকিব ব্যাট করেছেন ১২০’র বেশি স্ট্রাইকরেটে, মাহমুদউল্লাহর ক্ষেত্রে সংখ্যাটা ১১৮’র ঘরে।নামের পাশে ২ হাজার ৪৫১ রান নিয়ে ডাচদের বিপক্ষে খেলতে নেমেছিলেন সাকিব। তখন ২ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপদে। তানজিদ তামিমকে সঙ্গী করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। তানজিদ ফিরে যান ২৬ বলে ৩৫ রান করে। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েন বাংলাদেশ অলরাউন্ডার।