অদম্য ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার সম্বলপুর জেলার মোদিপাড়া গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী বাবু লোহার। পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য নিজে ভ্যান চালিয়ে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি হাসপাতালে নিয়ে গিয়ে ভালোবাসার এই অনন্য নজির স্থাপন করেছেন তিনি।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্বলপুরের মোদিপাড়ার বাসিন্দা বাবু লোহার। তার ৭০ বছর বয়সী স্ত্রী জ্যোতি স্ট্রোকে আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসকরা তাকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এসসিবিএমসিএইচ) নেওয়ার পরামর্শ দেন।
আর্থিক সঙ্কটের কারণে অ্যাম্বুল্যান্স ভাড়া করা সম্ভব না হওয়ায় তিনি নিজের ভ্যানকেই অস্থায়ী অ্যাম্বুলেন্সে রূপান্তর করেন। স্ত্রীর যাতে কষ্ট না হয়, সে জন্য ভ্যানের ওপর বিছিয়ে দেন পুরোনো তোষক।
পরে সম্বলপুর থেকে যাত্রা শুরুর পর কটক পৌঁছাতে বাবু লোহারের সময় লেগে যায় প্রায় ৯ দিন। দিনে ভ্যান চালিয়ে রাতে রাস্তার ধারের দোকানের পাশে ঘুমাতেন তারা। এক সপ্তাহের বেশি সময় ধরে এভাবেই স্ত্রীকে নিয়ে হাসপাতাল যাত্রা শেষ করেন তিনি। হাসপাতালে পৌঁছে জ্যোতি টানা দুই মাস চিকিৎসা নেন।
চিকিৎসা শেষে ১৯ জানুয়ারি তারা বাড়ির পথে রওনা হন। কিন্তু চৌদ্বার এলাকায় একটি গাড়ির ধাক্কায় তাদের ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। এতে জ্যোতি গুরুতর আহত হন এবং কাছের একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে হয় তাকে।
চিকিৎসা শেষে বাবু লোহার আবারও যাত্রা শুরুর প্রস্তুতি নেন। তিনি বলেন, আমাদের আর কেউ নেই। আমরা দু’জনই একে অপরের ভরসা।
এই ঘটনা স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের মন ছুঁয়ে যায়। চিকিৎসক ডা. বিকাশ চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও করেন যাতে এই দম্পতি নিরাপদে বাড়ি ফিরতে পারেন। স্ত্রীর জন্য বাবু লোহারের এই অসামান্য আত্মত্যাগ ও ভালোবাসা ওই অঞ্চলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


