
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাফওয়ান আহমেদ ইফাজ এর ওপর সংঘটিত সশস্ত্র বর্বরোচিত হামলার প্রতিবাদে সিটি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন—এই সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির আওতায় না আনা হলে, তারা খুলনায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। প্রয়োজনে ‘খুলনা ব্লক’ করারও ঘোষণা দেওয়া হয়।
এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন: সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ,নবগঠিত কমিটির সভাপতি মাসুম বিল্লাহ,সাধারণ সম্পাদক রাকিব হাসান,সিনিয়র সহ-সভাপতি সানজিদা রহমান অরিন,সহ-সভাপতি শাহজালাল আকাশ ও রিপন মন্ডল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম তাজিম,যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওবাইদা ও শেখ রাফি উদ্দিন ইনাদ,সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক খান রিশাদ,প্রচার সম্পাদক আলিয়া মোস্তাকি অথৈ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে যাতে ছাত্রদলের সাংগঠনিক অগ্রযাত্রা ব্যাহত করা যায়। বক্তারা বলেন, প্রশাসন যদি নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে ছাত্রদল মাঠে নেমে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।