আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের নৌকা প্রার্থী এস এম কামাল হোসেন বলেছেন ‘স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিকামী জনতা মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে ঠিক তখনই দেশকে মেধাশূন্য করতে এ দেশীয় রাজাকার, আল-বদর, আল-সামসের সহযোগিতায় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, কবি সাহিত্যিকসহ বিভিন্ন বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্মম ভাবে হত্যা করে। তাদের লক্ষ্য ছিলো বাংলাদেশ স্বাধীন হলেও যেন মাথা উঁ”ু করে দাঁড়াতে না পারে। কিন্তু জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে আসীন এবং উন্নয়নের রোল মডেল, এমন কোন সেক্টর নাই যে তিনি সেখানে উন্নয়ন করেনি।
তিনি আরও বলেন, ৭১ এর পরাজিত শক্তি ও তাদের দোষর রাজাকার আলবদরের প্রেতাত্মা বিএনপি জামায়াত দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং নির্বাচন বানচাল করতে বাসে ট্রেন আগুন দিয়ে মানুষ হত্যা করেই চলেছে, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে মাধ্যমের আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় এনে তাদের অগ্নি সন্ত্রাসের জবাব দিবে এদেশের জনগণ।”
তিনি শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনা মহানগর ছাত্রলীগের আলোচনা সভায় এসব কথা বলেন। নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় উপস্থিত ছিলেন খালিশপুর থানা আ’লীগের সভাপতি কাজী সানাউলাহ নান্নু, ওয়ার্ড অ’লীগ সভাপতি আব্দুস সাত্তার লিটন, ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ জিয়াউর রহমান জিয়া, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম প্রিন্স, আব্দুলাহ আল মামুন, সাবেক ছাত্র নেতা মহিদুল ইসলাম মিলন, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম অভি, মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, সুমন শেখ, শেখ শান্ত ইসলাম, রিপন মোড়ল, খান মোসাদ্দেক হোসেন ইমন, সোহান হোসেন শাওন, টিপু সুলতান, সাইদুর রহমান মফিজ, রেজওয়ান মোড়ল, নাইম সরদার, মাহমুদুর রহমান রাজেস, বায়জিদ সিনা, মেহেদী হাসান স্বপন, আহনাফ অর্পন, সংকর কুন্ডু, মোঃ রাশেদুল ইসলাম, রাকিব মোড়ল, মামুনুর রহমান, নিশাত ফেরদৌস অনি, আতিকুর রহমান সোহাগ, রুমান আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে দিবসের প্রথম প্রহরে গলামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ।


