গাজীপুরের বাসন সড়ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ৫৪জনকে আটক করা হয়েছে।
রোববার (৪ মে) রাতে নগরীর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রবিউল ইসলাম।
তিনি বলেন, সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় দ্রুত দায়ীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় রাতভর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। পরে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৪জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রবিউল ইসলাম আরও বলেন, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় এখনও মামলা হয়নি। এনসিপির পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে মামলা রুজু করা হবে।